হেরোইনসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

332

ফতুল্লা প্রতিনিধিঃ র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা হতে হেরোইনসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গত ২৮ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দে বিকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে ১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলোঃ ১। মোছাঃ পিংকি আক্তার (২২)।

গ্রেফতারকৃত’কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামী মোছাঃ পিংকি আক্তার এর বাড়ী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাসুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে ফতুল্লাসহ আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে সে আরও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বাংলাদেশে প্রবেশ করায় এবং বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।