নির্মল বৈরাগিঃ মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলার আলী আহম্মেদ খোকা মোল্যা মারা গেছেন। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। আলী আহম্মেদ খোকা মোল্যার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,পররাষ্ট্র মণান্ত্রলয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ – ১ আসনে সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান,মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার শোক প্রকাশ করেছেন। তার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Home
ইসলামিক চিন্তা মুকসুদপুর পৌর কাউন্সিলার খোকা মোল্যার মৃত্যুতে মুহাম্মদ ফারুক খান এমপি’র শোক প্রকাশ