মুকসুদপুর পৌর কাউন্সিলার খোকা মোল্যার মৃত্যুতে মুহাম্মদ ফারুক খান এমপি’র শোক প্রকাশ

402

নির্মল বৈরাগিঃ মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলার আলী আহম্মেদ খোকা মোল্যা মারা গেছেন। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। আলী আহম্মেদ খোকা মোল্যার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,পররাষ্ট্র মণান্ত্রলয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ – ১ আসনে সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান,মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার শোক প্রকাশ করেছেন। তার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।