নিজস্ব প্রতিনিধিঃ র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্প কর্তৃক গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। ২৮ জুলাই তারিখ রাত ২৩:২৫ ঘটিকার সময় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের রামারবাগ মসজিদ সংলগ্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া মহিলা আসামী ১। রুনা বেগম (৩৩), স্বামী- মিলন মিয়া, সাং- মুন্সিপুর (৮নং ওয়ার্ড), থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ এর কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন। যাহার ১ কেজি ১০০ গ্রাম গাঁজার মোট মূল্য ২২,০০০/- (বাইশ হাজার) টাকা এবং ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটের মোট মূল্য ৮১,০০০/-(একাশি হাজার) টাকা। উল্লেখিত মহিলা আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। ধৃত মহিলা আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।