পবিত্র ঈদুল আযহা’র  শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক সুলতান মাহমুদ

511

সময়ের চিন্তা ডট কমঃ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল আযহা’র  শুভেচ্ছা জানিয়েছেন সময়ের চিন্তা ডট কমের সম্পাদক ও প্রকাশক সুলতান মাহমুদ। সময়ের চিন্তা অনলাইন পত্রিকা, সময়ের চিন্তা অনলাইন টিভি,  জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও অপরাধ বিচিত্রার পক্ষ থেকে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল আযহা’র  শুভেচ্ছা জানিয়েছেন সুলতান মাহমুদ। ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া। নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী।

সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা।