সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি সর্বস্তরের জনগন সহ বিভিন্ন দলের নেতা কর্মীদের পবিত্র ঈদুল আযাহার অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আজ গণমাধ্যম কর্মীদের জানান,আমি সোনারগাঁয়ের ভাইস চেয়ারম্যান মানে দলমত নির্বিশেষে সোনারগাঁয়ের সকল জনগনের ভাইস চেয়ারম্যান ।তাই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার অতি প্রিয় সেনারগাঁবাসী সকলকে অনুরোধ করবো, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ঘরে থাকুন এবং পরিবার পরিজন সহ সকলকে নিয়ে পবিত্র ঈদুল আযাহার আনন্দ উপভোগ করুন।মনে রাখবেন আপনি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া মানে পরিবারের সদস্যদের ভালো রাখা। তাই তাদের কথা ভেবে হলেও বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির হবেন না।জরুরি প্রয়োজনে বাহির হলেও মাস্ক ব্যবহার করে সামাজিক দুরত্ব বজায় রেখে কাজ শেষে বাসায় চলে আসুন।মনে রাখবেন আমি বিভিন্ন সময় আপনাদের যে কোনো প্রয়োজনে পাশে ছিলাম আছি ও ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আবারো সকলে আগাম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।।