বিশ্ব মহামারী করোনার হাত থেকে দেশবাসীকে রক্ষার জন্য দোয়া

307

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে বিশ্ব মহামারী করোনার হাত থেকে দেশবাসীকে রক্ষার জন্য দোয়ায় অংশ নিলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা আজ সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন। তিনি সকল মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান। সামাজিক দূরত্ব বজায় রেখে আগত সকল মুসল্লিদের বিশ্ব মহামারি করোনার হাত থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন করে তোলেন এবং করোনার হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়ায় অংশ গ্রহণ করেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আল মামুন, যুব আইনজীবী পরিষদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক এডভোকেট ফজলে রাব্বী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক জাবেদ রায়হান, সদস্য আনিছুর রহমান বাবু, ফজলুল হক মাস্টার, উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান,মসজিদ কমিটির সদস্য সোরহাব উদ্দিন মোল্লা প্রমুখ ।

আরও উপস্থিত ছিলেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন সোনারগাঁ উপজেলা সভাপতি এডভোকেট সফর উদ্দিন সবুর।