সোনারগাঁ প্রতিনিধিঃ শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সোনারগাঁ থানায় সদ্য যোগদানকারী ওসি মোঃ রফিকুল ইসলাম মতবিনিময় করছেন। সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বি সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার ও সদস্য রবিউল হুসাইন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ রিপন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন রতন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনিছুর রহমান, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, নির্বাহী সদস্য মনির হোসেন, সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম রিপন, সদস্য আনোয়ার হোসেন, আবুল বাশার, নাসিরউদ্দিন, হুমায়ুন কবির, আকতার হোসেন, মাজহারুল ইসলাম, সাংবাদিক এরশাদ হোসেন অন্য, রমজান হাসান, মাসুদ রানা ও লেখক সেলিম আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় ওসি রফিকুল ইসলাম বলেন, মাদকের সাথে কোন আপোষ করা হবে না। সকলের সহযোগিতায় এ মাদক নির্মূল করা হবে। এছাড়াও থানার কোন অফিসার দায়িত্বে অবহেলা করলে কোন ছাড় দেওয়া হবে না। থানায় কোন মামলা বা জিডি করতে টাকা লাগবে না। কাউকে টাকা দেবেন না। মামলা করার উপযোগী হলে এমনিতেই মামলা নেওয়া হবে।