বাবা হলেন ৭ নং ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুছা

449

নির্মল বৈরাগিঃ বাবা হলেন মুকসুদপুর উপজেলার ৭ নং ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিফাতুল আলম মুছা। রোববার সকালে ফরিদপুর একটি প্রাইভেট হাসপাতালে রিফাতুল আলম মুছার স্ত্রী নিলা আলম একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

নিজের ফেসবুক পেজে পুত্র সন্তানের বাবা হওয়ার খবর জানিয়েছেন মুছা। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই।

পুত্র সন্তানের দাদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার ও নানা মোঃ মোর্তুজা মৃধা নতুন অতিথির জন্য শুভাকাঙ্ক্ষী সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।