ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

268

নিজস্ব প্রতিনিধিঃ গোমস্তাপুর থানা পুলিশের অভিযানে বেলাল বাজার হতে আসামি (১) মোঃ ডালিম (৪০) পিতা-মোঃ নজরুল হক সাং বাররশিয়া(২)আবু তালেব(৪৫) পিতা- মোঃ পারুল সাং-হাঙ্গামী মনাকষা উভয় থানা- শিবগঞ্জদ্বয়কে ০৯/০৮/২০২০ তারিখ সকাল ১০.১৫ ঘটিকায় ৩৭৫(তিনশত পচাত্তর) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।মামলা প্রক্রিয়াধীন।