সময়ের চিন্তা ডট কমঃ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার স্বনাম ধন্য মিউজিসিয়ান(প্যাডিস্ট),দক্ষিন বঙ্গের সর্বশেষ্ট স্টেজ অভিনেতা, বিশিষ্ট ইউটিউবার এবং যুবকন্ঠ পত্রিকার স্পেশাল রিপোর্টার নির্মল বৈরাগীর সাথে ১৪/০৮/২০২০ইং রোজ শুক্র বার রাত ১২টার সময় গোপালগঞ্জ উপজেলার বৈলতলী ইউনিয়নের শ্রী ব্রোজেন মল্লিকের মেয়ে প্রতিমা মল্লিকের (ইতিহাস অনার্স গোপালগঞ্জ সরকারি বঙ্গ বন্ধু কলেজ) বিবাহ কার্য সম্পন্ন হয়। এ ব্যাপারে নির্মলে কে জিঞ্জাসা করলে তিনি বলেন দুপক্ষে দেখাশুনা করে অত্যান্ত সামাজিক ভাবে বিবাহ হয়েছে।তিনি বাংলাদেশের সমস্ত ইউটিউবার, সাংবাদি এবং সারাদেশে যত তার সোভাকাঙ্খি রয়েছে তাদের কাছে দোয়া/আশির্বাদ চেয়েছেন যাতে করে তিনি তার দাম্পত্তি জীবনে সুখি হতে পারেন।