নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকা হতে ১ জন চাঁদাবাজ গ্রেফতার

376

বন্দর প্রতিনিধিঃ র‌্যাব১১ এর অভিযানে নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকা হতে ০১ জন চাঁদাবাজ গ্রেফতার করে।   গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৭ আগষ্ট ২০২০ খিস্ট্রাব্দ দুপুরে র‌্যাব১১, সিপিএসসি এর অভিযানে নারায়ণঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার সামনে উইলসন সড়ক এর উপর চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে ০১ জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো মোঃ আরিফুজ্জামান @ সুমন সরকার (৩২) সময় তার দখল হতে চাঁদাবাজির নগদ টাকা টোল আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

 উপস্থিত স্বাক্ষী, ট্রাক চালক গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় উইলসন সড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি ট্রাক থেকে ৫০/- টাকা থেকে ১০০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। ইজারাদার মোঃ রানা হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে হতে কামাল উদ্দিন মোড়ে নবীগঞ্জ সিএনজি/অটোস্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের জন্য ইজারা নিয়ে নবীগঞ্জ সিএনজি/অটোস্ট্যান্ডে পার্কিং করা অটোরিক্সা সিএনজি চালিত গাড়ী থেকে দৈনিক ১০/- থেকে ১৫/- টাকা টোল আদায়ের কথা থাকলেও তার প্রত্যক্ষ মদদে ইজারার শর্ত লঙ্ঘন করে গ্রেফতারকৃত আসামী নবীগঞ্জ সিএনজি/অটোস্ট্যান্ডের আধা কিলোমিটার সামনে সড়ক জনপথের রাস্তা উইলসন সড়কে চলাচলরত ভারী পণ্য বোঝাই ট্রাক ড্রাইভার হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। সকল চাঁদাবাজদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।