কাল‌কি‌নি‌তে রাস্তার বেহাল দশা   

220

রতন দে,মাদারীপুর প্র‌তি‌নি‌ধিঃ মাদারীপু‌রের কাল‌কি‌নি উপ‌জেলার বা‌লিগ্রাম ইউ‌নিয়‌নের সা‌ন্তির বাজার,গুঘারকুল ,কালাই মারা,পুর্ব বা‌লিগ্রাম,‌থে‌কে গোপালপুর অাসার রাস্তার,সা‌ন্তির বাজার থে‌কে ছয়া‌নি পর্যন্ত ২ কিঃ মিঃকাঁচা রাস্তায় কাদায় বেহাল দশা। গা‌ড়ি দূ‌রে থাক,‌হেঁ‌টে পার হওয়াই মুশ‌কিল তার পরও প্র‌যো‌জ‌নের তা‌গি‌দে ওই রাস্তা দি‌য়ে চলাচল কর‌তে হচ্ছে গ্রামবাসী‌কে। এলাকাবাসী জানান দীর্ঘ‌দিন কো‌নো সংস্কার না করায় এই  কাঁচা রাস্তা‌টি বর্ষা মৌসু‌মে তা হাব‌ড়ে কাদায় এ‌কেবা‌রেই  চলাচ‌লের অ‌যোগ্য হ‌য়ে যায়। সা‌ন্তির বাজা‌রের ঔষধ ব্যাবসায়ি গ্রাম ডাক্তার এমারত হো‌সেন,ব‌লেন এই রাস্তা দি‌য়ে প্র‌তি‌দিন ২ হাজার মানুষ   গোপালপুর, ভুরঘাটা,কাল‌কি‌নি  বি‌ভিন্ন কা‌জে জে‌তে হয় ,জুতা হা‌তে‌নি‌য়ে কাঁদা ভিতর দি‌য়ে জে‌তে হয়,ডাক্তার এমারত হো‌সেন অার ব‌লেন অা‌মি কাল‌কি‌নির বি‌ভিন্ন এলাগায় গি‌য়ে‌ছি কিন্তুু অামা‌দের এই  রাস্তার মত রাস্তা কাল‌কি‌নি‌তে দে‌খি‌নি।এলাকার জনগ‌নের কতৃপ‌ক্ষের কা‌ছে দা‌বি জা‌তে দূরত রাস্তা‌টি সংস্কার করা হয়।