১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া

327

মোক্তার হোসেনঃ ২২ আগস্ট শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ভবনাথপুর এলাকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট শনিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এলাকার জনসাধারণ ও উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেববলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নেকবর হোসেন নাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এডভোকেট নুর জাহান বেগম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরুজ্জামান মোল্লা, যুগ্ম-আহবায়ক ডাক্তার মোহাম্মদ আতিক উল্লাহ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোখলেসুর রহমান, আনিসুর রহমান তোতা, মনিরুজ্জামান ভূঁইয়া ও পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেও বাংলাদেশ থেকে আওয়ামীলীগকে ধ্বংস করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার ষড়যন্ত্র করে বিএনপি ও জামায়াতের দোসররা। ২১ আগস্টের গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেতৃ আইবি রহমানসহ অনেকেই শহীদ হয়েছেন, অঙ্গহানি হয়েছেন অনেক নেতাকর্মী।

মাসুম বলেন, এখনো আওয়ামীলীগের বিরুদ্ধে ওই সকল প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আওয়ামীলীগের এই নেতা বলেন,যারা ফেসবুকে লাইভের মাধ্যমে আওয়ামীলীগে ভাঙ্গন সৃষ্টি করে, যারা রাজনীতিকে পূঁজি বানিয়ে পদ-পদবীর ব্যবসা করতে চায় তারা কখনো সামনে এগিয়ে আসতে পারবেনা ইনশাআল্লাহ। এসময় অনুষ্ঠান শেষ হওয়ার পূর্বে মুনাজাত ও গণভোজের আয়োজন করা হয়।