হাসপাতালের ভুল চিকিৎসায় স্কুল ছাত্রীর মৃত্যু, স্বজনদের ভাংচুর ও সড়ক অবরোধ

285

ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় এলাকায় গ্রীন ডেলটা নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় স্কুল ছাত্রী আয়েশা আক্তার আলফি মৃত্যুর অভিযোগ উঠেছে। দুপুরে মৃত্যুর খবরপেয়ে রোগীর স্বজনরা হাসপাতালে ঘেরাও করে বিক্ষোভ ও ভাংচুর করে। এসময় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা। সে পাগলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও দক্ষিন নয়ামাটি এলাকার শাহাদাৎ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের মেয়ে।

নিহতের বড় ভাই জানান, ৪দিন আগে সিড়ি থেকে পড়ে আহত হয় আলফি। এসময় তাকে গ্রীন ডেলটা হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে দুটি ইনজেকশান দেন। এতে সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। দুইদিন আগে তার অবস্থা খারাপ জানিয়ে তাকে অন্য হাসপাতালের আইসিইউতে প্রেরণ করে আজ দুপুরে মারা যায় সে। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এর বিচার চাই।

পরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে স্বজনরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।