সোনারগাঁ প্রতিনিধিঃ এই সেই সোনারগাঁ এসি ল্যান্ডের প্রতারক ড্রাইভার আবু। সে বলেছে শত শত পত্রিকার আইডি কার্ড করে দিয়েছে। দিনে ৫০ পত্রিকার আইডি কার্ড করে দিতে পারবে। তার কাছে সাংবাদিক আর সম্পাদক কিছুইনা, অনেকে তার কেনা পকেটের মধ্যে থাকে।
এলাকা থেকে জানা যায়, আবু ড্রাইভারের বিরুদ্ধে আরো অনেক নাড়ি কেলেংকারি ঘঠনা আছে, সে এসিলেন্ড এর ভাড়াটিয়া ড্রাইভার, তার চাকরি সরকারি না বা স্থায়ী না, সে অনেক ক্ষমতা দাপট দেখায় এবং সে এসিলেন্ড সাথে থাকাকালীন সাধারন মানুষকে লাঠিপেটা করে, এমন অনেক অভিযোগ রয়েছে, ভুক্তভোগিরা এসিলেন্ড এর ড্রাইভার বলে কিছু বলতে পারেনা বলে জানা যায়।
সোনারগাঁওয়ে ভূমি অফিসের গাড়ী চালক আবুল হোসেনের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী মোসাঃ শেফালী আক্তারকে (২৮), ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় গত ২৪ আগস্ট মোসাঃ শেফালী আক্তার বাদী হয়ে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহা-পরিদর্শক, পুলিশ উপ-মহা পরিদর্শক (ডিআইজি) ঢাকা রেঞ্জ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও নারায়ণগঞ্জ জেলা প্রসাশক এর বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে সোনারগাঁ এসি ল্যান্ড আল মামুনকে কল করে পাওয়া যায়নি।