স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে যেসব মসজিদ গড়ে তোলা হচ্ছে, সেগুলো স্থাপনা করার মতো জায়গায় কিনা অথবা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে কিনা, সেটা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনার বিষয়ে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ”ইতিমধ্যে আমি ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছি, সবাইকে নির্দেশ দিয়েছি, (বিস্ফোরণের) কারণটা খুঁজে বের করতে হবে।”
শুক্রবার রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের মসজিদের ওই বিস্ফোরণে ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা হয়েছে।
সংসদে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, সারা দেশের অন্যান্য মসজিদের নিরাপত্তার বিষয়গুলোও খতিয়ে দেখা দরকার।
”সারা বাংলাদেশেই মসজিদগুলোতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছামত এয়ারকন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সেটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কিনা, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়া বা সেখানে নকশাগুলো করা হয়েছে কিনা, সেই বিষয়গুলো দেখা একান্ত প্রয়োজন। নইলে এ ধরণের ঘটনা-দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে।” আশঙ্কা প্রকাশ করে বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
”আরেকটা বিষয় হলো মসজিদে সবাই দান করে। আজকাল সবার পয়সা আছে, এয়ার কন্ডিশন দিয়ে যাচ্ছে। সেখানে বিদ্যুৎ সরবরাহ বা লাইন কতটা নিতে পারবে, সেই ক্যাপাসিটি ছিল কিনা, সার্কিট ব্রেকার ছিল কিনা, সব বিষয়গুলো দেখতে হবে।”