যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া ১০১ বাংলাদেশিকে দেশে ফেরত

459

ফরেন ডেস্কঃ অবৈধ অনুপ্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেপ্তার হওয়া ১০১ বাংলাদেশিকে একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার দুপুরের পর ওমান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা রাজধানীর শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে বিকালে তারা বের হন।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফেরত আসা বেশিরভাগ বয়সে তরুণ। এসব বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর বিভিন্ন মেয়াদে ডির্পোটেশন ক্যাম্পে থাকার পর শনিবার একটি বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়।

গতকাল বিকাল ৪টার পর একে একে বিমানবন্দর থেকে বের হতে থাকেন তারা। তাঁদের হাতে প্লাস্টিকের বস্তার ভেতরে কিছু ব্যবহারিক জিনিসপত্র ছিল। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাশ নম্বর লেখা ছিল।