স্টাফ রিপোর্টারঃ ভারতে একদিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত একদিনে দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৯০ হাজার ৬৩২ জন। মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। খবর এনডিটিভির।
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লক্ষ ১৩ হাজার ৮১১ জনে। ফলে আক্রান্তের বিচারে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের পরেই ভারতের অবস্থান। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লক্ষ ২৩ হাজার।
রবিবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতি বলছে, এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬২ হাজার ৩২০।
গত ২ সেপ্টেম্বর থেকে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ১ হাজারের কোটায় ঘোরাফেরা করছে। গতকালও তা অব্যাহত ছিল। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে করোনার প্রকোপে প্রাণ গিয়েছে ৭০ হাজার ৬২৬ জনের। মৃত্যুর বিচারেও বিশ্ব তালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে ভারত।
শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লক্ষ ৮৮ হাজার ৫৩৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ২০৩ জন করোনা রোগীর।