সোনারগাঁয়ে মেয়ের স্বজনদের হামলা ছেলের বাড়িতে, দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

279

মোক্তার হোসেন, সোনারগাঁঃ দীর্ঘ দিনের প্রেম অবশেষে পরিবারকে না জানিয়ে বিয়ে করে ছেলের বাড়ীতেই বসবাস করছিলেন মেয়ে। প্রেমের বিয়ে না মেনে মেয়ের স্বজনরা মেয়েকে জোরপূর্বক তুলে নিতে ছেলের বাবার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এতে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুপক্ষের কমপক্ষে ২০ আহত হয়েছে।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হামছাদী ধনপুর গ্রামে। এ ঘটনায় দুপক্ষই পাল্টাপাল্টি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে বশির মিয়ার সঙ্গে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে ফাতেমা আক্তারের গত তিন মাস আগে পালিয়ে গিয়ে প্রেমের বিয়ে হয়। বিয়ের পর থেকে ফাতেমা আক্তার তার স্বামী বশির মিয়ার বাড়িতেই বসবাস করছে। গত কিছুদিন পূর্বে ফাতেমা আক্তারকে বাড়িতে ফিরিয়ে নিতে ছেলের বাড়িতে আসে মেয়ের বাড়ীর লোকজন। এসময় মেয়ে তাদের বাড়িতে যেতে অনীহা জানালে ছেলের বাড়ির লোকজনও তাকে যেতে দেয়নি। এতে মেয়ের স্বজনরা ক্ষিপ্ত হয়ে তর্কবিতর্ক করে চলে যায়।

এদিকে তাদের সঙ্গে মেয়েকে যেতে না দেওয়ায় মেয়ের স্বজনরা ও হামছাদী এলাকায় তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে ছেলের বাবার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে অগ্নি সংযোগ করে। এ সময় তাদের বাধা দেওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছেলের পক্ষের দুলাল মিয়া, শান্ত, বশির মিয়া, মোক্তার হোসেন, মিজানুর রহমান, হৃদয়, অনিক মিয়া, হাজেরা বেগম, মেহেরুন আক্তার এবং মেয়ের পক্ষের শাহাবুদ্দিন, আল আমিন, হৃদয় মিয়া, জহির হোসেন, আবু বকর মারাত্মকভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে দুলাল মিয়া, শান্ত ও আবু বকরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় দুপক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে বশির মিয়ার বাবা নাসির উদ্দিন জানায়, আমার পুত্রবধুকে তার স্বজনরা জোরপূর্বক তুলে নেওয়া চেষ্টা করে আমরা বাধা দেওয়ায় আমাদের বাড়িঘর ভাংচুর, অগ্নি সংযোগ করে আমাদের লোকজনকে কুপিয়ে আহত করে।

অপর দিকে মেয়ের ফুফাত ভাই শহীদ মিয়া জানা, আমার বোনকে বাড়িতে নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলে তারা আমাদের দেখেই হামলা চালিয়ে কুপিয়ে আহত করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় দুপক্ষের লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।