সোনারগাঁওয়ে এডভোকেট সফর উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা

320

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের এডভোকেট ও জাতীয় ভেজাল প্রতিরোধ ফাইন্ডেশনের সোনারগাঁ শাখার সভাপতি এডভোকেট সফর উদ্দিন সবুরের উপর সন্ত্রাসী হামলা হয়।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় এডভোকেট সফরউদ্দিন আহত হয়। এডভোকেট সফর উদ্দিন সবুর জানান, “মামলার কিছু জরুরী কাগজ পত্র নিয়ে আমি দুপুর ১.৩০ ঘটিকায় উদ্ধবগঞ্জ বাজারের আলমগীর ভাইয়ের চায়ের দোকানে যাচ্ছিলাম, সেখানে গোবিন্দপুরের গুঞ্জুর আলীর ছেলে আব্দুল মজিদ মিয়া আমাকে পথ আটকিয়ে আমার হাতে থাকা মামলার গুরুত্বপূর্ণ নথি দেখতে চায়। আমি তা দেখাতে অস্বীকৃতি জানালে সে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে”।

এডভোকেট সফর উদ্দিন আরও জানান,“কিছুক্ষণ পর মজিদ ও তার ২ ভাগিনা আবার আমার সাথে খারাপ ভাবে কথা বলতে থাকে। আমি এর কারণ জানতে চাইলে তারা আমাকে গালি-গালাজ করে এবং আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে মেরে আহত করে। আমার সাথে থাকা ২টি মোবাইল তাদের হাত লেগে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়”।

এ বিষয়ে মজিদ তালুকদারের সাথে কথা বলতে চাইলে তার মোবাইল ফোনটি সুইচ অফ দেখায়।

সোনারগাঁ থানায় এ ব্যপারে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যার রেজিস্ট্রার এন্ট্রি নং ২৬২ তারিখ ০৮.০৯.২০২০ ইং