নিজস্ব প্রতিনিধিঃ কার দায় কে নিবে? সম্প্রতি নাঃগঞ্জ জেলার নবাব সলিমুল্লাহ সড়কে দেখা যায় প্রচুর পরিমানে ইট,বালু এবং পাথর প্রধান সড়কে উপর ফেলে রেখেছে, এতে করে রাস্তার প্রায় অর্ধেক জায়গা জুড়ে রয়েছে এসব ইট,বালু,পাথর দিয়ে দখলে। চাষাড়া থেকে চিটাগাং রোড যাওয়ার জন্য এই সড়কটিই মুলত ব্যবঽত হয়। তাছাড়া এটি শহরের একটি মূল সড়কও বটে। ফলে দৈনিক প্রায় কয়েক হাজার ছোট বড় যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। আর রাস্তার উপড়ে এসব ইট,বালু ও পাথরের রাখার কারনে রাস্তা সরু হয়ে সৃস্টি হয় যানজটের এবং ভারী যানবাহনের চাকার নিচে এসব পাথর পরে রাস্তায় গর্তের সৃস্টি করছে।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা জাহাঙ্গীর হিরনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে প্রতিবেদককে জানায় সে এব্যাপারে অবগত নয়। তবে রবিবার থেকে তারা এগুলো মনিটরিং করবে ।
এলাকাবাসী ও দোকানদারদের দাবি প্রায় অনেক দিন ধরেই কিছু অসাধু ব্যবসায়ী রাতের আধারে মূল সড়ক ও মূল সড়কের ড্রেনের উপর ইট,বালু,পাথর ফেলে যায় ।এতে করে ড্রেনের ফাকা দিয়ে এগুলো পড়ে ড্রেন ভরাট হয়ে যায় ফলে সামান্য বৃস্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা।
স্থানীয় এক বাসিন্দার মতে, সম্প্রতি ঢাকা উত্তর সিটি কোর্পোরেশন রাস্তার ফুটপাতের উপর অবৈ্ধ ভাবে রড রাখায় তা নিলামে উঠায়, এখন দেখার ব্যাপার হল নাঃগঞ্জ সিটি কর্পোরেশন এ ক্ষেত্রে কি ভুমিকা পালন করে?
এ দিকে দেখা যাচ্ছে ড্রেনের ময়লা পরিস্কার করতে গিয়ে ড্রেনের উপরের স্লাব ভেঙ্গে ফেলছে সিটি কর্পোরেশনের কর্মীরা। তাদের তদারকি করছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
এ ব্যাপারে সিটী মেয়রকে কল করলে তাকে পাওয়া যায়নি।