১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

362

নিজস্ব প্রতিনিধিঃ র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্প কর্তৃক ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। ১৩ অগাস্ট দুপুর ১২:৫০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন কুতুব আইলস্থ জামিয়া আরাবিয়া হাজী সাইজ উদ্দিন আনওয়ারুল উলুম মাদ্রাসা সংলগ্ন হাজী ইমান আলীর বাসার ২য় তলার ডান পার্শ্বের ফ্ল্যাটের ভিতর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ রুবেল হোসেন (৩২), সাং- গোদনাইল (এসিআই পানির ট্যাংকি সংলগ্ন), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন। মাদকের বাজার মূল্য ৩০,৬০০/-(ত্রিশ হাজার ছয়শত) টাকা। উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।