জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার পাশর্^বর্তী তলুইগাছা সীমান্তে ৬কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (১৪সেপ্টেম্বর) ভোর রাতে তলুইগাছা সীমান্তের ১২ নম্বর পিলারের পাশ থেকে টহলরত বিজিবি সদস্যরা ওই গাঁজা উদ্ধার করেন। এসময় কোন চোরাচালানী আটক হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির তলুইগাছ্ ক্যাম্পের নায়েক সুবেদার সবুর আলী জানান-তার নেতৃত্বে ১৩ নং পিলারের পাল থেকে ভোর রাতে ওই ৬ কেজি গাজা উদ্ধার করে বিজিবি।
বিজিবির উপস্থিত বুঝতে পেরে চোরাকারবারীরা গাজা ফেলে রেখে পালিয়ে যা বলে ধারনা করা হচ্ছে।