নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহতা দেখে তাৎক্ষণিক আহতদের উদ্ধার ও দ্রুত চিকিৎসা ব্যবস্থা করেছেন তারা। শুধু এখানে সীমাবদ্ধ নয়, রাস্তায় দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আহতদের পাঠিয়ে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
মানবিকতার উদাহরণ সৃষ্টি করা সেই চার সাংবাদিক হলেন- সময় টেলিভিশনের আহমেদ সালেহীন, চ্যানেল আইয়ের আখতার হোসেন, যমুনা টেলিভিশনের রাব্বী সিদ্দিকী ও আরটিভির সাকিবুর রহমান।
তারা বলেন, মানুষ মানুষের জন্য। যুবকদের কাতরাতে দেখে মানবিকতার হাত বাড়িয়ে দিই। চেষ্টা করেছি তাদের যাতে দ্রুত চিকিৎসা হয় সেই ব্যবস্থা করতে।
জানা গেছে, বনানী চেয়ারম্যান বাড়ির প্রধান সড়কে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। এতে গাড়িতে থাকা চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষনিক এগিয়ে যান ওই চার সাংবাদিক। গভীর রাত হওয়া আহতদের হাসপাতালে পাঠাতে অ্যাম্বুলেন্স পেতে বেশ বেগ পেতে হয়েছিল তাদের। শেষ পর্যন্ত দুই দফায় দুটি অ্যাম্বুলেন্সে করে চারজনকে হাসপাতালে পাঠানো হয়। আশপাশে থাকা কয়েকজন লোক তাদের সহযোগিতা করেন।
পরে দুর্ঘটনার খবর পেয়ে বনানী থানার এসআই মো. ইয়াসিন ও শাহীন আলী ঘটনাস্থলে যান।
উদ্ধারের সময়কার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে তাদের প্রশংসা করেন। কেউ কেউ বলছেন, এটাই মানবিকতা।