৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

321

ফতুল্লা প্রতিনিধিঃ র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্প কর্তৃক ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। ২০ সেপ্টেম্বর রবিবার বিকাল ১৭:২৫ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ফেরী ঘাটের পূর্ব পাড়ে সুমনা ষ্টোরের সামনে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী আওলাদ হোসেন (৩৯), সাং- গোপালনগর (১নং ওয়ার্ড), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন। মাদকের বাজার মূল্য ২৮,৫০০/-(আটাশ হাজার পাঁচশত) টাকা। উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।