বন্দর প্রতিনিধিঃ বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার পলি(৪২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। মঙ্গলবার ভোর ৫টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।তার জন্ম হয় মদনগঞ্জ লক্ষারচর মধ্যে পাড়া এলাকায় তার পিতা মোঃ হোসেন (মামসী)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
পারিবারিক সুত্রে জানায়,পলি মেম্বার সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টায় হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্বজনদের সহয়তায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি আরেকদফা স্ট্রোক করেন। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৫টায় সেখেনেই তিনি ইন্তেকাল করেন।
তার জানাজা’র নামাজ বৃহত্তর ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়ে ঘারমোড়া-চরঘারমোড়া কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য পদে মাইক প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত হন। ক্লিন ইমেজের এই মেম্বার ব্যাক্তিগত জীবনেও অত্যন্ত মিষ্টভাষী ছিলেন। করানো দূর্যোগে সম্মুখ যোদ্ধার ন্যায় কাজ করেছেন বলেও এলাকাসীর অভিমত।