সাংবাদিক শাহীনের ছোট কন্যা ওয়াসিকার শুভ জন্মদিন

519

নিজস্ব প্রতিনিধিঃ দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি ও বিবিসি নিউজ ২৪ স্টাফ রিপোর্টার, নিউজ জাতীয় বাংলাদেশ অনলাইন পোর্টাল জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ অগ্রবাণী প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সাহাদাৎ হোসেন শাহীনের ছোট কন্যা ওয়াসিকার শুভ জন্মদিন। সকলের দোয়া ও ভালোবাসার অনুপ্রেরিত একজন কলম যুদ্ধা অন্যায়ের প্রতিবাদী ত্যাগী জাতির বিবেক সাংবাদিক শাহীনের কন্যার ছোট মায়ের শুভ জন্মদিন সেপ্টেম্বর ২০২০উপলক্ষ্যে নারায়ণগঞ্জবাসী সকলের নিকট দোয়া একান্তভাবে কাম্য। সাংবাদিক কন্যা মোসাঃ জান্নাতুল ফিরদাউস ওয়াসিকার জন্য সবাই দোয়া করবেন।

শাহীনের বক্তব্য,“আমার মেয়ে ২য় বছরে পা রেখেছে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তার ভাগ্য নির্ধারিত করে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে তাহার দীর্ঘায়ু কামনা করি আমিন”।