অপরাধ ডেস্কঃ বৃদ্ধকে দিনের পর দিন অমানুষিক নির্যাতন করছে স্ত্রী ছেলে ও শ্যালক মিলে। শুধুমাত্র সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে।
হারভাঙ্গা পরিশ্রম করে দীর্ঘদিন প্রবাসে থেকে টাকা ও সম্পদ স্ত্রীর নামে করাই অভিশাপ হলো বৃদ্ধ আবুল কালামের।
ভোলা দৌলতখান উপজেলা উত্তর জয়নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এই হৃদয়বিদারক ঘটনাটি।
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি, অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিবেদক, সময়ের চিন্তা অনলাইন পত্রিকা ও টিভির সম্পাদক সাংবাদিক সুলতান মাহমুদ আবুল কালামের সুষ্ঠ বিচারের দাবিতে ভোলা দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোলা দৌলতখান থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।
সুষ্ঠ তদন্তের মাধ্যমে অবিলম্বে তার স্ত্রী ছেলে ও শ্যালক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থার অনুরোধ করেছেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মোরশেদ।