৬০ হাজার টাকা জরিমানা করে ধর্ষনকারীকে মুক্তি দিলেন

388

স্টাফ রিপোর্টারনারায়ণগঞ্জ বন্দর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা (৩৫) নারীকে ধর্ষণের অভিযোগে মাত্র ৬০ হাজার টাকা জরিমানা করে ধর্ষক খোকাকে মুক্তি দিলেন স্থানীয় নারী কাউন্সিলর।

সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার দড়িসোনাকান্দা এলাকায় সালিশ বৈঠকে এ জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদ তার নিজ বাস ভবনে এক সালিশ বৈঠকে তিনি এ জরিমানা করেন। জরিমানার টাকা আগামী এক মাসের মধ্যে পরিশোধের সময় নির্ধারণ করে ধর্ষিতা ওই বিধবা নারীর কাছ থেকে সাদা কাগজে সই রাখেন সালিশে উপস্থিত স্থানীয় মাতব্বরা।

এলাকাবাসী জানায়, বন্দর উপজেলার দড়িসোনাকান্দা এলাকায় তিন সন্তানের জননী এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বাড়িওয়ালার ছেলে খোকা। রোববার (৪ অক্টোবর) রাতে ওই নারীকে খোকা জোড়পূর্বক ধর্ষণ করেন। পরে ওই নারী রাতেই ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে কাউন্সিলর শিউলি নওশাদের শরণাপন্ন হন ধর্ষক খোকার মা। সোমবার রাতে নারী কাউন্সিলর শিউলির নিজ বাস ভবনে এক সালিশ বৈঠকের আয়োজন করে। সালিশে কাউন্সিলর শিউলি ধর্ষক খোকাকে ৬০ হাজার জরিমানা করেন।

ভুক্তভোগী ওই নারী জানান, ওই বাড়িতে ভাড়া আসার পর থেকেই বাড়ির মালিকের ছেলে খোকা আমাকে বিরক্ত করতেন। এক পর্যায়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। রোববার রাতে খোকা জোরপূর্বক আমাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি স্থানীয়দের জানিয়েছি। এ ঘটনায় সোমবার রাতে কাউন্সিলর শিউলি আপার বাড়িতে সালিশ বৈঠক হয়। সেখানে খোকাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আগামী এক মাস পরে দেওয়া কথা বলে আমার কাছ থেকে সাদা কাগজে সই নেন বৈঠকে উপস্থিত স্থানীয় মাতব্বরা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া জানান, বিধবা ধর্ষণের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।