নিজস্ব প্রতিনিধিঃ র্যাব-১১ এর অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুকে ধর্ষণ ও শ্লীলতাহানি করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া মামলার অন্যতম পলাতক আসামী কালাম কুমিল্লার দাউদকান্দি হতে গ্রেফতার করে।
গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল কর্তৃক অদ্য ০৭ অক্টোবর ২০২০ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় কুমিলা জেলার দাউদকান্দি থানাধীন মারুকা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর ও বীভৎস নারী নির্যাতনের ঘটনার অন্যতম পলাতক আসামী মোঃ আবুল কালামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল কালাম সন্ত্রাসী ‘দেলোয়ার বাহিনী’র অন্যতম সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল কালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ০২ সেপ্টেম্বর ২০২০ তারিখ রাতে ‘দেলোয়ার বাহিনী’র প্রধান সন্ত্রাসী দেলোয়ারের পরিকল্পনায় সে অন্যান্য আসামীসহ ভুক্তভোগী গৃহবধুর ঘরে প্রবেশ করে তাকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করে এবং ঘটনার ভিডিও ধারণ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।