৫দিনেও খোঁজ মিলেনি দিনমজুর আক্তারের

266

 

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার দিনমজুর আক্তার হোসেন(৪৫) গত ৫দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। গত ৮অক্টোবর সকালে তিনি বন্দর কুশিয়ারাস্থ তার নিজ বাড়ি হইতে শহরের দেওভোগ ভূইয়া মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলে সেখান থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। এব্যাপারে গত ১১ই অক্টোবর দিনমজুরের স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।যার নং-  তিনি উল্লেখ্য, তার স্বামী আক্তার হোসেন বন্দর উপজেলাধীন নবীগঞ্জ কুশিয়ারা এলাকার বাসিন্দা।  তিনি গত ৮ই অক্টোবর বাড়ি হতে তার কর্মস্থল নারায়ণগঞ্জ দেওভোগ ভূইয়া মার্কেটে উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি।

এব্যাপারে তদন্তকারী  পুলিশের উপ-পরিদর্শক সজিব আহমেদ জানান,আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ইতিমধ্যেই আমরা তার কর্মস্থল পরিদর্শন করেছি। সেখানকার কর্মরত কর্মচারীদের সাথে কথা বলেছি। নিখোঁজের স্বজনদের সাথেও কথা হয়েছে। তার সম্ভাব্য লোকশন ট্রাক করা চেষ্টা করছি। এব্যাপারে পি আই বি’র দপ্তরেও আমরা অবিহিত করেছি। যেকোন কারণেই সে নিখোঁজ হতে পারে। আশা করি, খুব দ্রুততম সময়েই আমরা তাকে উদ্ধার করতে পারব ইনশাআল্লাহ৷