লেখক সেলিম মিয়ার বই কুমার নদীর বাকে ও মুজিব আদর্শে/ মুজিব বর্ষে

523

নিজস্ব প্রতিনিধিঃ লেখক সেলিম মিয়ার বই কুমার নদীর বাকে ও মুজিব আদর্শে/ মুজিব বর্ষে এখন বাজারে পাওয়া যাচ্ছে বা আপনারা এই নাম্বারে কল করুন ০১৭১৫৬৩৭৭০৮

প্রিয় ভাই ও বন্ধু , মূল্য মাত্র ২০০/ টাকা। তোমার শুভাকাঙ্খীদের মাঝে প্রচার করার অনুরোধ করছি।

যদি কেউ আমার লেখা “মুজিব আদর্শে” “মুজিব বর্ষে” গল্প প্রবন্ধ অথবা কুমার নদীর বাঁকে কাব্যগ্রন্থ বই নিতে চায় তাহলে, ঠিকানা মোবাইল নাম্বার লিখে এই ইনবক্সে দিতে হবে, অথবা ০১৭১৫৬৩৭৭০৮ মোবাইল নাম্বারে এসএমএস দিতে হবে। তাহলে সংশ্লিষ্ট ঠিকানায় ডাক যোগে বই পৌঁছে দেয়া হবে।

বই পেয়ে বইতে উল্লেখিত বিকাশ নম্বরে টাকা দিলে হবে। ব্যাচম্যান হিসেবে তোমার সহযোগিতা কামনা করছি।

বিস্তারিত জানতে ফোন করুন লেখক ইন্সপেক্টর সেলিম মিয়া নারায়ণগঞ্জ পুলিশ কন্ট্রোল রুম ০১৭১৫৬৩৭৭০৮