ফুটবলার আজমত উল্লাহ খন্দকার ষ্ট্রোক জনিত কারনে ইন্তেকাল

259

নিজস্ব প্রতিনিধিঃ সাবেক জাতীয় ফুটবলার ও আনন্দধামের পরিচালক এবং জাতীয় যুব সংহতির শহর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজমত উল্লাহ খন্দকার (৫২) ষ্ট্রোক জনিত কারনে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন। (১/১১/২০২০ইং) রবিবার রাত সাড়ে তিন টায় বঙ্গবন্ধু সড়কের মন্ডলপাড়ার নিজ বাসভবনে ষ্ট্রোক করলে নারায়নগন্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরন করে কর্তবরত চিকিৎসক, ঢাকায় হাসপাতালে নেওয়ার পরই তিনি মৃত্যু বরন করেন। আজ বাদ জোহর নারায়নগন্জ সিটি কর্পোরেশন সংলগ্ন বায়তুল ইজ্জত জামে মসজিদে জানাযা শেষে পাইকপাড়া কবরস্হানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্ন্যা সন্তান, আত্বিয় সজন,সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।