জাতীয় ৪ নেতার স্মরণে কাউন্সিলর দুলালের দোয়া

338

নিজস্ব প্রতিনিধিঃ বন্দরে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় নাসিক’র ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে বন্দর থানাধীন স্বল্পেরচক এলাকায় ২৩ নং ওয়ার্ডস্থ  কাউন্সিলর কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশ নেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তানভির আহমেদ সোহেল, আ’লীগ নেতা কামাল হোসেন, মোঃ রফিক,মনোয়ার হোসেন মনা, দোয়া পরিচালনা করেন  বন্দর কেন্দ্রীয় কবরস্থান মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাঞ্জুর আহমেদ।  এসময় আরো উপস্থিত মহানগর ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাহিম কবির, মহানগর ছাত্রলীগ নেতা অপু তালুকদার।