রতন দে,মাদারিপুর প্রতিনিধিঃ মাদারিপুরের কালকিনি উপেজলার ডাসার ইউিনয়নের র্দশনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত কাল বুধবার সন্ধ্যা এক মাদক বিরোধী মঞ্চ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত করেন বাবু পুলিন সোম, সভা পরিচালনা করেন, রাম মোজুমদার,ও মানিক সোম,সভায় ডাসার ইউনিয়ন থেকে মাদক মুক্ত করার কথা বলেন বক্তারা এবং মাদক বিরোধী লিফলেট,মাদক সেবন কারি,ও মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করা,পরিবারকে সচেতন করা মাদক বিরোধী মঞ্চয়ের প্রধান লক্ষ্য। এ সময় মাদক বিরোধী বক্তব্য রাখেন, জাকির হোসেন, রেজাউল সিকদার,শরীফ কামরুল আলম,কাজল হাওলাদার,বাবু অরুন কর,নারান দত্ত, ডাঃগৌরাঙ্গ দে,মাওলানা এনামুল হক,রহমান মাতুব্বর,পান্না সরদার,রেজাউল সরদার পাঞ্জু,জাহিদ হাওলাদার প্রমূখ।