Home
আজকের পত্রিকা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আচরন নিয়ন্ত্রণ ও রক্ত জরিপ ২০২০ আয়োজনে ‘আনন্দধাম’
হেলেনা খাতুনঃ নারানগঞ্জ কলেজ রোডস্থ প্রাইমারি বিদ্যালয়ে ‘আনন্দধাম’ এর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আচরন নিয়ন্ত্রণ ও রক্ত জরিপ-২০২০ কর্মসূচি চলছে,আজ অনুষ্ঠাণে অতিথি হিসেবে বক্তব্য রাখেন-আনন্দধামের নির্বাহি চেয়ারম্যান হাসিনা রহমান সিমু।এ সময় উপস্থিত ছিলেন আনন্দধামের পরিচালক রাজা মিয়া , মোঃশহীদ উল্লাহ,মোঃশাহাদাত হোসেন।এছারা অন্যান্যদের মধ্যে মাকসুদ হিটূ, খোকন গাজী, মোঃ সাহাদাত,মনোয়ার মুন্না,শ্যামল বাবু সহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োলজি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য ৪ নমেম্বর হতে শুরু হওয়া রক্ত পরীক্ষা কর্মসূচি ১৭ নভেম্বর পর্যন্ত্ অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।