লালমনিরহাট প্রতিনিধি :-লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে আবু ইউনুব মো. শহীদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এই হত্যা মামলার প্রধান আসামি হোসেন ডেকরেটরের মালিক আবুল হোসেন ওরফে হোসেন আলী।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাহমুদুন্নবী।
তিনি জানান, ৫ দিনের রিমান্ড শেষে আজ শনিবার (১৪ নভেম্বর) জুয়েল হত্যা মামলার এক নম্বর আসামি আবুল হোসেনকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক আফাজ উদ্দিনের আদালতে হাজির করা হয়। সেখানে বিচারকের কাছে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে মসজিদের ভেতরে প্রথম মারধর ও মসজিদের বাইরে বের করে আনার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আবুল হোসেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।