সোনারগাঁ প্রতিনিধিঃ নাসরিন সুলতানা ঝড়া আজকের গণসংযোগ করেছেন সোনারগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কয়েকটি গ্রাম ও মহল্লায়।
১৬ নভেম্বর সোমবার মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝড়া সোনারগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ডে এই গণসংযোগ করেন।
মেয়র প্রার্থী ঝড়ার গণসংযোগে উপস্হিত ছিলেন পৌরসভা যুবলীগের সভাপতি—আসাদুল ইসলাম আসাদ,সহ সভাপতি—অপু সারোয়ার, পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক—আ: সালাম, পৌরসভা যুবলীগের সদস্য—হারুন জয়, পৌরসভা যুবলীগ নেতা—আশরাফ সুমন,পৌরসভা যুবলীগ নেতা—গাজী তোফায়েল, কামরুল ইসলাম,পাপন,ইকবাল, রুহুল আমিন, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—মো. উজ্জ্বল, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি —মো. জসীম, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক— মজিবুর, ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—আমিনুল, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—আব্দর রউফ, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক—শ্যামল, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি—মজিবুর রহমান, যুবলীগ নেতা—সানোয়ার, ইকবাল,ফয়সাল, শাহাদাত, জুবায়ের, আল আমিন, পাভেল, তপন, শাহ্ আলী, আওয়ামীলীগ নেতা—বাচ্চু, মহিলা নেত্রী বিনু আক্তার, শারমীন সুলতানা,শান্তা, তাহমিদা,আওয়ামীলীগ নেতা সোহরাব,মনির, তাহের আলী, শফিউদ্দিন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের নেতৃবন্দ।