বন্দরে অসহায় নারী’র মুদি দোকানে চুরি

263

বন্দর প্রতিনিধিঃ বন্দরে শাহানাজ(২৭)নামের এক অসহায় নারীর মুদি দোকানে দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার  কলাগাছিয়া ইউনিয়নস্থ শুভকরদী ইন্নত আলী শাহ এর মাজারের পাশে একটি টংয়ের মুদি দোকানে এ ঘটনাটি ঘটে। এতে ঐদোকানে থাকা নগদ ২০হাজার টাকা ও ৫হাজার টাকার মালামাল লুটে নেয় এক বা একাধিক চোরের দল।

এব্যাপারে অবিবাহিত এই দোকান মালিক  জানান,টিন দিয়ে মোড়ানো এই টংয়ের দোকানে ব্যবসা করে আমি অনেক কষ্ট করে বৃদ্ধ বাবা মাকে নিয়ে জীবন-যাপন করে আসছি।প্রতিদিনের ন্যায় আমি  সোমবার বাদ এশা আমার দোকানে তালা দিয়ে বাড়িতে ফিরে যাই। এমতাবস্থায় ঐদিন দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে একদল চোর /চক্র আমার দোকানের পিছনের অংশ টিন কেটে প্রবেশ করে গোপন স্থানে মালামাল কেনার জন্য রাখা নগদ ২০হাজার টাকা ও ৫হাজার টাকার মালামাল লুটে নেয়।

এব্যাপারে  কাউকে সন্দেহ না করলেও তার গোপন স্থানের খবর জানা কোন নিকট শত্রুর দ্বারা এ কান্ড হয়ে থাকতে পারে বলে তিনি জানান।

এ রিপোর্ট লিখা অবধি শাহানাজ অভিযোগ দায়েরের উদ্দেশ্যে বন্দর থানায় পৌঁছেছেন।