তুষার : নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকা থেকে মোস্তফা হাওলাদারের লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ১৮ নভেম্বর বুধবার সকালে পরিত্যক্ত বাড়ি থেকে মোস্তফার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। সে কুমিল্লার লাকসাম উপজেলার পুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে। পেশায় ডিপ টিউবওয়েলের ঠিকাদারের কাজ করত মোস্তফা।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশেক ইমরান জানান, গতকাল সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে সে রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকালে গলাচিপা এলাকার পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরির্দশণ করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকী। অন্যদিকে অপরাধ তদন্ত সংস্থ্যা (সিআইডি) একটি দল স্থানটিতে ক্রাইম সিন দিয়ে ঘিরে রেখে তদন্ত করছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তার শরীরের পিছন দিকে লালচে দাগ লক্ষ করা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানাতে পারবেন।