ডালিয়া আক্তারঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, গরীব ও সাধারণ মানুষের ভোটে আজ আমরা জনপ্রতিনধি হয়েছি। তাদের জান মাল রক্ষার দায়িত্ব যেমন প্রশাসনের, তেমনি তাদের সেবা দেয়া দায়িত্ব আমাদের। কিন্তু তারা আজ অবহেলিত ও বঞ্চিত। ১০ টাকা থেকে ১০০ টাকা করে তীল তীল করে জমানো টাকা সমিতির কাছে রাখতে দিয়ে তারা দিশেহারা ও প্রতারনার স্বীকার। শত শত গ্রাহককে আজ রাস্তায় নেমে বিচার চাইতে হচ্ছে। কে এই রমজান আলী? সাধারণ মানুষের কষ্টে উপার্জিত ১৫ কোটি টাকা আত্মসাৎকারী এই রমজান আলীর ক্ষমতার উৎস কি?
১৮ নভেম্বর বুধবার দুপুরে নগরীর বাবুরাইল বৌ-বাজার এলাকায় গ্রাহকদের বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় নগরীর বাবুরাইল বৌ-বাজার এলাকায় শত শত গ্রাহকরা তাদের পাওনা সঞ্চ্য পাওয়ার দাবীতে আর্তনাদ করে ভিড় জমিয়ে অবস্থান নিয়েছে।
অভিযোগ পাওয়া যায়, নারায়ণগঞ্জের বাবুরাইলে সম্মিলিত সঞ্চয় তহবিল সমবায় সমিতির নামে ১৫ কোটি টাকা নিয়ে একই এলাকার রমজান মিয়া ও তার পরিবারের সদস্যরা আত্মসাৎ করেছে। এ নিয়ে সকাল থেকেই সমিতির কয়েক শত গ্রাহক রমজান মিয়াকে প্রতারক হিসেবে আখ্যা দিয়ে তাকেসহ তার পরিবারের সদস্যদের গ্রেফতার ও তাদের সঞ্চিত টাকা ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল অংশ নিয়ে আব্দুল করিম বাবু অভিযুক্ত রমজান আলীর ক্ষমতার উথ্যান নিয়ে বিস্ময় প্রকাশ করে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদেরকেও গরীবের টাকা আত্মসাৎকারী হওয়ায় রেহাই দেইনি। তাহলে এ রমজান আলী কে? অথচ সে বীর দর্পে ঘুরছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, এমপি ও মেয়রসহ সাংবাদিকদের কাছে এ গরীবদের পাশে দাড়ানোর অনুরোধ জানিয়েছেন আব্দুল করিম বাবু।