সরকারি বিদুৎ চুরি,অটোবাইক গ্যারেজ মালিকদের পকেট ভাড়ি

674

হেলেনা খাতুনঃ নারায়ানগঞ্জে দিন দিন বাড়ছে অটোবাইকের সংখ্যা,শহরের প্রতিটি অলি-গলিতে তীব্র জানযট সৃষ্টি করছে এই অবৈধ্য অটোবাইক চালকরা।দিনের বেলায় পুলিশের ভয়ে শহরের মেইন রোডে প্রবেশ করতে না পারলেও মহল্লার সকল অলি-গলি দিয়ে চলাচল করে অবৈধ্য অটোবাইক।

নারায়ানগঞ্জ শহরে অটোবাইকের গ্যারেজ আছে আনুমানিক ৫০টির উপরে, প্রতি গ্যারেজে অটোবাইকের সংখ্যা ৯০-১০০ টি।প্রতিটি অটোবাইকের গ্যারেজ ভাড়া নেওয়া হয় ১৭০ টাকা করে, প্রতিদিন একজন গ্যারেজ মালিক এর আয় প্রায় ১৫০০০-১৭০০০ টাকা। কিন্তু গ্যারেজ মালিকের এতো টাকা আয়ের মুল কারন বিদুৎ চুরি।একজন গ্যারেজ মালিক সরকারি বিদুৎ চুরি করে মাসে প্রায় ৪ লক্ষ টাকারও বেশি আয় করে। সরকারি বিদুৎ চুরি করে গ্যারেজ মালিকরা নিজেদের পকেট ভাড়ি করছে কিন্তু প্রশাসন দেখেও নাদেখার ভ্যান করছে। নারায়ানগঞ্জ শহরে ৫০টি গ্যারেজ থেকে প্রতি মাসে প্রায় আড়াই কোটি সরকারি খাত থেকে উদাও হয়ে যাচ্ছে কিন্তু  নেই তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা। বিদুৎ বিভাগের দৃষ্টি আর্কষন করে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটি  অবৈধ্য অটোগ্রেজগুলির বিদুৎ লাইনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নে্যার জন্য আহবান জানিয়েছেন।