বন্দর প্রতিনিধি: বন্দরে ভগবতি ভান্ডার নামে এক মুদি দোকানে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।। এ ঘটনায় স্থানীয় জনতা শুভ (১৮) নামে এক চোরকে আটক করে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে। গত ২০ নভেম্বর রাত সাড়ে ৪টায় বন্দর বাজার এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে দাকান মালিক বলাই সাহা বাদী হয়ে আটককৃত চোর শুভসহ দুই জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৩৩(১১)২০ ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০। আটককৃত চোর শুভ বন্দর থানার বাগবাড়ী টিনের মসজিদ এলাকার শাহ আলম মিয়ার বাড়ী ভাড়াটিযা ও উক্ত এলাকার বিমর মিয়ার ছেলে। এবং পলাতক চোর কালু বন্দর খানবাড়ী এলাকার জামান মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে মামলার বাদী বলাই সাহা গনমাধ্যমকে জানিয়েছে, প্রতিদিনের ন্যায় গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার দোকানদারি শেষ করে রাত সাড়ে ১১টার সময় আমার ছেলে জয় সাহা (১৮) কে দোকানে রেখে বাসায় চলে যাই। পরে ২০ নভেম্বর রাত সাড়ে ৪টায় আটককৃত চোর শুভ ও পলাতক চোর কালু মিয়া মুদি দোকানে চালা টিন কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে ৪ হাজার টাকা নিয়ে কালু পালিযে গেলেও আমার ছেলে ও স্থানীয় জনতার সহয়তায় অপর চোর শুভকে আটক করতে সক্ষম হই। এ ব্যাপারে আমি বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছি।