এই ঘূর্ণিঝড় মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ৷এনডিআরএফের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ১২টি দলকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে আর ১৮টি দল অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে মোতায়েন করার জন্য তৈরি রয়েছে ৷ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করার পাশাপাশি উদ্ধার কাজের জন্য এনডিআরএফ মোতায়েন করা হয়েছে৷ এক এক দলে প্রায় ৩৫ থেকে ৪৫ জন থাকে।দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্মচাপ তৈরি হয়েছে ৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তামিলনাড়ু–পুদুচেরি উপকূলের দিকে এগিয়ে যাবে ৷ এরইমধ্যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ ২৪ ও ২৫ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷সরকারের তরফ থেকে ২৫ নভেম্বর জেলেদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে ৷ পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড়ের মোকাবিলায় জোরেসোরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।