অগ্নিকান্ডের ৮ বছর উপলক্ষ্যে ন্মরন্ সভার আয়োজন

277

হেলেনা খাতুনঃ ২৪ নভেম্বর মংগলবার দুপুর  ৩ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে তাজ্রীন ফ্যাশন লিঃ এর অগ্নিকান্ডের ৮ বছর উপলক্ষ্যে ন্মরন্ সভার আয়োজন করা হয়। এতে আহত শ্রমিকদের ক্ষতিপুরন সুচিকিৎসা ও পুর্নবাসন করার দাবী জানানো হয়।

উক্ত ন্মরন সভায় উপস্থিত ছিলেন মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, বন্দর উপজেলার সভাপতি মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ জেলা মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জুয়েল প্রধান, সাধারন সম্পাদক সবুজ শিকদার , সিনিয়র সাধারন সম্পাদক ইকবাল,  সহ-সম্পাদক নাঈম ইসলাম বিশাল, যুগ্ন সাধারন সম্পাদক সোহেল, সহ সাধারন সম্পাদক বিপ্লব হোসেন, কবির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রিনা বেগম, সিদ্দিরগঞ্জ থানা প্রস্তাবিত সেক্রেটারি বিউটিসহ প্রমুখ।