ফতুল্লায় দেয়াল নির্মানের মাধ্যমে রাস্তা বন্ধ করে মুক্তার গং

294

নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা শিবু মার্কেট লামাপাড়া এলাকায় প্রতিবেশীর চলাচলরত রাস্তা আটকিয়ে দেয়াল নির্মান করার অভিযোগ উঠেছে মুক্তার হাজ্বী গংদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় ভুক্তভোগী হৃত আফতাব উদ্দিনের ছেলে দিন ইসলাম এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে দিন ইসলাম উল্লেখ্য করেন, আমি এই এলাকায় ১২ বছর যাবৎ বসবাস করে আসছি। আমার বাড়ী চলাচলরত রাস্তায় মোক্তার হাজ্বী (৫৫), ইমান আলী (৬০),রমজান আলী (৬২),হযরত আলী (৫৬),শহীদ (৫২) মিলে জোর পূর্বক ভাবে আমাদের চলাচলের রাস্তায় দেয়াল নির্মান করে। আর এতে করে ৬ থেকে ৮ টা পরিবার জিম্মি হয়ে পরে। একইসাথে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা আমাদের পরিবার নিয়ে গৃহবন্দি হয়ে আছি। তাদের রাস্তা নির্মাণে আমরা বাধা দিলে আমাদেরকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। নির্মাণধীন দেয়াল সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হলে ভূমিদস্যু মোক্তার হাজ্বী গংরা আমাকে গালি গালাজ করে। আমার বাড়ী তাদের কাছে বিক্রি করে দিলে রাস্তা সরিয়ে দিবে বলে জানান মোক্তারের ভাই শহীদ। অথচ আমার দলিলে চলাচলের জন্য রাস্তা গাওয়া আছে। কিন্তু তারা তা মানতে নারাজ। তিনি বলেন, আমি যদি পরবর্তীতে এই রাস্তা এখান থেকে সরিয়ে নিতে বলি সন্ত্রাসীরা আমাকে সহ আমার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি প্রদান করেন। পুলিশ তদন্ত করে যাওয়ার পরেও কোন সমাধান হয় নাই। এবং শুক্রবারে মাপঝোপ হবে আমাদেরকে তা জানানো হয় নাই।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মোক্তার একজন মাদক ব্যবসায়ী। বছর খানেক আগে মোক্তারের স্ত্রী তাকে চিকিৎসার জন্য রিহ্যাব চিকিৎসালয় ভর্তি করেন। তারা মাদক ব্যবসা থেকে শুরু করে ভূমিকা দস্যু সহ সমাজে বিভিন্ন অকর্ম চালায় বলে জানা ওই এলাকার বাসিন্দা। তাদের এ অত্যাচার থেকে ভুক্তভোগীরা মুক্তি চায়।

এবিষয়ে ফতুল্লা থানার এস আই নুরুল ইসলাম বলেন, আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার তাদের সিমানা সংক্রান্ত মাপঝোঁপ হবে। পরে আমরা বসে তাদের দুই পক্ষকে ডেকে সমাধান করে দিবো। এদিকে ভুক্তভোগীরা কোন সুরাহা না পেয়ে পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন।শুক্রবারের মাপঝোপের বিষয়ে ভুক্তভোগী দিন ইসলাম জানেনা বলে জানান।