ভুমিদস্যু মামুন ও বালু ফারুক ক্যাডার বাহিনী দিয়ে নিরিহ ফাতেমার কৃষি জমি জবর দখল

534

  1. সোনারগাঁ প্রতিনিধি ঃ ভুমি দস্যু মামুন ও বালু ফারুক ক্যাডার বাহিনী দিয়ে নিরিহ ফাতেমা বেগমের তিন ফসলি কৃষি জমি বালু দিয়ে জবর দখল করেছে। নারায়নগন্জ জেলার  সোনারগাঁ উপজেলা বৈদ্যের বাজার ইউনিয়নের দামোদরদী গ্রামের নিরহ ফাতেমা বেগমের তিন ফসলী জমি খামার গাঁ মৌজায়, জোর পুর্বক ভুমি দস্যু মামুন ও বালু ফারুরের ক্যাডার বাহিনীরা বালু ফেলে ফসলি জমি বালু ফেলে দখল করে নেয়। ফাতেমা বেগম এর প্রতিবাদ করলে তাকে জীবনে মেরে ফেলবে  বলেে হুমকি দেেয়। এলাকার   গন্যমাান্য  ব্যক্তি   বর্গকে জানালে , তারা ক্ষিপ্ত  হয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয় । ফাতেমা বাদী হয়ে  আজ ২৬ নভেম্বর  সোনারগাঁ থানায় এসে ভুমি দস্যু মামুন ও ফারুকের বিরুদ্ধে  অভিযোগ  দায়ের করেন। অভিযোগ পেয়েে সোনারগাঁও থানা পুলিশ  তদন্ত করতে গেলে, এস আই সুভাস দাসের সামনে ফাতেমার স্বামীকে অকথয় ভাষায় গালি গালাজ করে তাদেরকে চীরতরে শেষ করার হুমকি দেয়   ফারুক গং।  ফাতেমা পরিবার নিয়ে এখন আতংকে দিন কাটায় বলেে জানা যায়।    মামুন ও ফারুকের ক্যাডার বাহিনী তাদের উপর যেকোন সময়  হামলা করতে পারে। এ বাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী।