সাংবাদিক জি.কে. রাসেলের চাচা আমির হোসেনের ইন্তেকালে জেভিপিএফ এর শোক

244

নিজস্ব প্রতিনিধিঃ সাংবাদিক জি কে রাসেল এর চাচা বিশিষ্ট ব্যাবসায়ী আমির হোসেনের ইন্তেকালে জেভিপিএফ এর নারায়নগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সাংবাদিক সুলতান মাহমুদ, সভাপতি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা।

২৮ নভেম্বর  বিকাল ৪ টায়  লক্ষীপুরে জেলার,চন্দ্রা গঞ্জ থানার, রাজাপুর গ্রামে তার নিজ বাড়িতে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন,  মৃত্যু কালে তার বয়স ছিল ৬৮ বছর, তিনি পাঁচ  ৫ ছেলে ১ মেয়ে ৬ সন্তানের জনক ছিলেন  এছাড়াও স্ত্রীসহ অসংখ্য জ্ঞানী গুনি রেখে যান। তার মৃত্যুতে শিক্ষা তথ্য  পরিবার গভীর শোকাহত।

সাংবাদিক জি কে রাসেল বলেন আমার চাচা  ব্যাক্তি জীবনে সাদা মাটা মানুষ ছিলেন কখনো ঝগড়া বিবাদে জড়াতেন না, সদা হাসি খুশি থাকতেন, মানুষের বিপদে এগিয়ে যেতেন তিনি, আমি তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি।