গান্না ইউনিয়ন সেবা সংগঠনের আয়োজনে ফটোগ্রাফি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

375

শিলুপারভেজ জনি, ঝিনাইদহঃ ঝিনাইদহের ৬নং গান্না ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গান্না ইউনিয়ন সেবা সংগঠনের আয়োজনে মুঠোফোনে ছবি তুলি, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরি এই স্লোগানকে সামনে রেখে ফটোগ্রাফি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় ঝিনাইদহ সদরের গান্না বাজারে আলহাজ¦ মসিউর রহমান ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ফটোগ্রাফি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গান্না ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ নাসির উদ্দিন মালিতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ শিলুপারভেজ জনি, মোঃ জুয়েল রানা, স্বপ্ন দেখো সংগঠনের সদস্য আল আমিন, কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ প্রমূখ। গান্না ইউনিয়ন সেবা সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সাদ্দাম এর সভাপতিত্বে ৩০ জন প্রতিযোগির মধ্য থেকে বিজয়ী ৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। এসময় বক্তারা সংগঠনের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচী নির্ধারন ও ইউনিয়নের মাধবপুর গ্রামে নিরক্ষরদের স্বাক্ষরতা প্রদান ও ঝরে পড়া শিশুদের বিনামূল্যে শিক্ষা কার্যক্রমের জন্য চলমান স্কুলের একটি ঘর নির্মান করে দেবার জন্য ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ নাসির উদ্দিন মালিতার দৃষ্টি আর্কশন করেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সুজন। এসময় সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।