প্রশাসনের নীরবতায় খোলা মাঠে মাদক বিক্রি ও সেবন

526

নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল জেলার সদর উপজেলার কাউনিয়া থানার পাসপোর্ট গলির সম্মুখে খোলা ময়দানে মাদকদ্রব্য বিক্রির মেলা গড়ে তুলেছে মুন্নি ও সাদ্দাম নামের দুজন মাদক ব্যাবসায়ী। মুন্নি ও সাদ্দাম এই দুইজন মাদকদ্রব্য নিয়ে দেয় দুলালের ছেলে অপু ও আলামিন এবং তার বাবা ইউনুসকে। অপু খোলা ময়দানে বিক্রি করছে মাদকদ্রব্য এবং এদের সহযোগী হিসেবে কাজ করছে আলামিন ও আলাল উদ্দিনের ছেলে সজিব। আলাল উদ্দীন বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত বলে জানা যায় ।এরা আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত তাদের এই মাদক মেলা চলে। এই নিয়ে রিক্সা গ্যারেজ মালিক মোঃ জালাল উদ্দিন বাঁধা দিলে জালাল উদ্দিনের রিক্সা গ্যারেজে আগুন দেয় এই মাদক ব্যবসায়ীরা।

তথ্য সুত্রে আর জানা যায়, ১১ডিসেম্বর  শনিবার  আনুমানিক সময় রাত ১১ টা নাগাদ জালাল উদ্দিন তার দোকানে গেলে অপু, আলামিন ও সজীবদের মাদকদ্রব্য সেবন করতে দেখলে বাধা দেয় জালাল উদ্দিন। এঘটনার জের ধরে  অসহায় জালাল উদ্দিনের উপর ক্ষীপ্ত হয়ে তাকে অমানুষিক নির্যাতন ও মারধর করে বলে জানা যায়। অপরাধীরা ক্ষমতাশীন হওয়ায় জালাল উদ্দিন তাদের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দায়ের করতে সাহস পাচ্ছে না বলে জানায় এলাকাবাসী। এলাকার সচেতন মহল প্রশাসনের কাছে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করে এবং এমন  পরিস্থিতি হতে মুক্তি কামনা করে।